আমি ভালো নেই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি ভালো নেই!
সন্ধ্যাগুলো আগেরমত আর প্রিয় মনেহয়না,
বিকালে চা খাওয়ার চির অভ্যাসটাও হারিয়ে গেছে,
একাএকা কাপ হাতে ব্যলকনিতে দাঁড়াতে ভালোলাগেনা!
এখন জানলা দিয়েই দূরের আকাশটাকে দেখি,
সেই একই রকম!
শুধু আমার জীবনের ছন্দটাই হারিয়ে গেছে!
নিজের অজান্তেই কখনো চলে যাই এক স্বর্গীয় পরিবেশে,
সেখানে দেখা পাই তোমার;
আপনমনে তোমার সাথেই কথা বলি,
একটু একটু করে গভীরে আরও গভীরে হারাই,
আমার ভাবনার আকাশে ছেদ পড়ে-
যখন তুমি ছায়ামূর্তি হয়ে আমার সামনে দাঁড়াও!
হাত বাড়িয়ে তোমায় ছুঁতে যাই-
কিংতু কোথায় তুমি?
জীবনের ছন্দ হারানোর মতই-
ভাবনার ছন্দটাও হারিয়ে যায় এক নিমেশে!
মনেপড়ে তুমি তো আর নেই!
# নন্দা ১১-৩-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি ভালো নেই!
সন্ধ্যাগুলো আগেরমত আর প্রিয় মনেহয়না,
বিকালে চা খাওয়ার চির অভ্যাসটাও হারিয়ে গেছে,
একাএকা কাপ হাতে ব্যলকনিতে দাঁড়াতে ভালোলাগেনা!
এখন জানলা দিয়েই দূরের আকাশটাকে দেখি,
সেই একই রকম!
শুধু আমার জীবনের ছন্দটাই হারিয়ে গেছে!
নিজের অজান্তেই কখনো চলে যাই এক স্বর্গীয় পরিবেশে,
সেখানে দেখা পাই তোমার;
আপনমনে তোমার সাথেই কথা বলি,
একটু একটু করে গভীরে আরও গভীরে হারাই,
আমার ভাবনার আকাশে ছেদ পড়ে-
যখন তুমি ছায়ামূর্তি হয়ে আমার সামনে দাঁড়াও!
হাত বাড়িয়ে তোমায় ছুঁতে যাই-
কিংতু কোথায় তুমি?
জীবনের ছন্দ হারানোর মতই-
ভাবনার ছন্দটাও হারিয়ে যায় এক নিমেশে!
মনেপড়ে তুমি তো আর নেই!
# নন্দা ১১-৩-১৮
No comments:
Post a Comment