যখন বিদায় নেবো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার সাধের বাড়িঘর,
রইবে সবই পরে,
আপন জনের কাঁধে চড়ে,
যাবো আমি ওপারে।
সস্তা দামের খাটিয়ার উপর,
রাখবে আমার দেহ!
চন্দন আবার পড়াবে কপালে,
যাবেনা সাথে কেহ!
বিয়েতে সাজায় চন্দন দিয়ে-
মরলে পরেও চন্দন,
ফুলসাজে সাজিয়ে আমায়,
প্রিয়জনেরা করবে ক্রন্দন।
সাদাফুলে সজ্জিত আমি,
চোখে সবার জল,
পুড়বে দেহ হবে ছাই,
আত্মা বলবে বিদায়।
# নন্দা ২-৩-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার সাধের বাড়িঘর,
রইবে সবই পরে,
আপন জনের কাঁধে চড়ে,
যাবো আমি ওপারে।
সস্তা দামের খাটিয়ার উপর,
রাখবে আমার দেহ!
চন্দন আবার পড়াবে কপালে,
যাবেনা সাথে কেহ!
বিয়েতে সাজায় চন্দন দিয়ে-
মরলে পরেও চন্দন,
ফুলসাজে সাজিয়ে আমায়,
প্রিয়জনেরা করবে ক্রন্দন।
সাদাফুলে সজ্জিত আমি,
চোখে সবার জল,
পুড়বে দেহ হবে ছাই,
আত্মা বলবে বিদায়।
# নন্দা ২-৩-১৮
No comments:
Post a Comment