Monday, March 26, 2018

রাখবে কি মনে
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

সবকিছু ছেড়ে, যাবো যেদিন চলে-
রাখবে কি তোমরা, আমায় মনে ?

হাঁটবোনা আর, চেনা পথ ধরে,
বসবোনা তোমাদের সাথে, খাবার টেবিলে!

পূজার সময় আমার জন্য,কিনবেনা নূতন কিছু,
সেজেগুজে বেরোবোনা, তোমাদের পিছু পিছু।

তুলসীমঞ্চে প্রদীপ জ্বলবে, অন্যের হাতে,
সবকিছুই থাকবে,থাকবোনা আমি সাথে।

#নন্দা

নন্দা  24-3-18

No comments:

Post a Comment