শূণ্যতা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পূর্ণিমার আকাশ অন্ধকার আজ ,
গলি থেকে রাজপথ ,
জোনাকিরাও যেন ভুলেছে পথ !
বুকে শুধু হাহাকার !
কোথায় হারালে ব্ন্ধু আমার ,
দৃষ্টিতে তুমি নেই !
বুকেতেও অন্ধকার বেঁধেছে বাসা ,
জমেছে সীমাহীন যন্ত্রনা !
আমার শূণ্যতা , আমার রিক্ততা -
কখনও বুঝবেনা আর তুমি ,
সামনে,পিছনে কোথাও তুমি নেই ,
অসীম হাহাকারে বেঁচে আছি আমি !
# নন্দা 31-08 17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পূর্ণিমার আকাশ অন্ধকার আজ ,
গলি থেকে রাজপথ ,
জোনাকিরাও যেন ভুলেছে পথ !
বুকে শুধু হাহাকার !
কোথায় হারালে ব্ন্ধু আমার ,
দৃষ্টিতে তুমি নেই !
বুকেতেও অন্ধকার বেঁধেছে বাসা ,
জমেছে সীমাহীন যন্ত্রনা !
আমার শূণ্যতা , আমার রিক্ততা -
কখনও বুঝবেনা আর তুমি ,
সামনে,পিছনে কোথাও তুমি নেই ,
অসীম হাহাকারে বেঁচে আছি আমি !
# নন্দা 31-08 17