Thursday, August 31, 2017

শূণ্যতা
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

পূর্ণিমার আকাশ অন্ধকার আজ ,
গলি থেকে রাজপথ ,
জোনাকিরাও যেন ভুলেছে পথ !
বুকে শুধু হাহাকার !

কোথায় হারালে ব্ন্ধু আমার ,
দৃষ্টিতে তুমি নেই !
বুকেতেও অন্ধকার বেঁধেছে বাসা ,
জমেছে সীমাহীন যন্ত্রনা !

আমার শূণ্যতা , আমার রিক্ততা -
কখনও বুঝবেনা আর তুমি ,
সামনে,পিছনে কোথাও তুমি নেই ,
অসীম হাহাকারে বেঁচে আছি আমি !

# নন্দা     31-08 17 
বিচ্ছেদ
            নন্দা মুখার্জী রায় চৌধুরী

ভালবাসা দিয়ে গড়া রাজপ্রাসাদে ,
বিচ্ছেদ হবেই একদিন নিশ্চিত !
পরস্পরকে যতই ধরি আঁকড়ে ,
যেতেই হবে ছেড়ে অপরকে !

ভুলে থাকার ব্যর্থ প্রয়াসে -
মনকে বোঝাতে হবে অবশেষে ,
এটাই যে দুনিয়ার রীতি !
বেঁচে থাকা -আঁকড়ে স্মৃতি !

চোখের জলও যাবে শুকিয়ে ,
কিছু স্মৃতি হবে মলিন ,
শূণ্যতা হবেনা কখনও পূর্ণ  ,
চাইবেনা আর কোন প্রতিদান !

@নন্দা  30-8-17
বেলা শেষে আঁধার হলো,
আঁধার আমার সঙ্গী,
জীবনের কিছু অপূর্ণ রইলো ,
খেয়াতরী প্রতিকূলে বইলো !
মানবোনা হার,ছাড়বোনা আমি বৈঠা,
যতই আসুক বিপদ আমার ,
ভয়ে হটবো না পিছু -
বন্ধুর পথে এগিয়ে চলবো ,
পৃথিবীতে এক নূতন নজির গড়বো !

@নন্দা  31-8 17  1-39 AM.

Wednesday, August 30, 2017

বেদনাভরা একরাশ শূন্যতা,শূন্যতার মাঝেও বুকে জ্বলছে দাউদাউ আগুন ! সবকিছু পুড়ে খাঁক হয়ে যাচ্ছে ! তবুও আমি বেঁচে আছি ! আমি আমার পরিবারের জন্য , আমায় ঘিরে থাকা আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের জন্য বেঁচে আছি ! এ শূন্যতা নিয়েই বাকি জীবনটা বাঁচতে হবে ! এ বিরহ কাটবে না কোনদিন , এ শূন্যতা পূরণ হবেনা কখনও  ! সবকিছুই সেই আগের মতই ;শুধু নেই আমার সব থেকে কাছের সেই মানুষটি ! আমার ছেলেমেয়ে এই বয়সেই হারালো তাদের বাবাকে , হারালো মাথার উপর থেকে বটগাছের ছায়া আর আমি হলাম নিঃসঙ্গ , একাকী ,অসহায় !

@নন্দা   29-8-17 

Friday, August 25, 2017

চারিপাশ অন্ধকার ,
শূণ্যতা গ্রাস করছে ,
বুকের ভিতরেও -
অদ্ভুত এক শূণ্যতা !
দৃষ্টিশক্তি থাকা স্বর্তেও -
সবকিছুই যেন দৃষ্টিহীন ,
বৃহস্পতির নেই দেখা ,
শুরু হয়েছে শনিরদশা !

@নন্দা    পিজি হসপিটাল 25-8-17

Monday, August 14, 2017

 শক্তি দাও মা
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

 রক্তস্নাত ভোরে--
নূতন সূর্য উদয় হলো,
পনেরই  আগস্ট উনিশ শ সাতচল্লিশ সালে ।

স্রোতের কলতানে --
সাগরও বুঝি উঠেছে মেতে,
বাঁজিয়ে শাঁখ, স্বাধীনতা বরণ করে ।

হটেছে ইংরেজ--
আজ শৃঙ্খলমুক্ত হয়েছে ভারত,
নব আনন্দে তাই গান গাই ।

আমার ভারতমাতা--
রক্ত ঝরানো সোনার হিন্দুস্তান ,
অন্তরে আজ তোমার অবস্থান ।

আমার সোনার দেশ--
শস্য,শ্যামলা সবুজে মোড়া ,
রূপের ছটায়-হই পাগলপারা ।

মীরজাফর হয়নি শেষ ,
আজও ছাড়েনি পিছু আমাদের,
কিভাবে বাঁচাবো সোনার দেশ !

@ নন্দা 
কি চেয়ে কি পেলাম
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

এই স্বাধীনতায় কি চেয়েছিলো ভারতবাসী?
এতো রক্ত ঝড়িয়ে মায়ের বুক খালি করে-
বোনের, দিদির সিঁথির সিঁদুর মুছে ,
প্রিয়ার বুক হতে প্রিয়তমকে কেড়ে নিয়ে,
এক সমুদ্র রক্তের বিনিময়ে -
যে স্বাধীনতা তারা ছিনিয়ে এনেছিলো -
পরবর্তী প্রজম্মের জন্য -
পারলাম কি তাকে আমরা ধরে রাখতে ?
"সকল দেশের সেরা আমার জম্মভূমি"-
বিশ্বের দরবারে সফলতা পেলাম কি ?

যে দেশের অধিকাংশ মানুষের পেটে -
দুবেলা পেট ভরে অন্ন জোঠেনা ,
যে দেশে দুবছরের শিশু থেকে -
আশি বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়-
যে দেশে নেতা,আমলারা গরীবকে ঠকিয়ে
কোটি কোটি টাকা আত্মসাৎ করে ,
বিচারের নামে বছরের পর বছর ,
মানুষকে অপেক্ষা করতে হয় ,
সাধারন মানুষের কথা না ভেবে,
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম,
বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয় -
সেই স্বাধীনতায় কি ছিলো কাম্য ?

@ নন্দা 

Thursday, August 10, 2017

ঠিকানা পেয়েছি
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

সময়ের কাছে হেরেছি আমি ,
তবু পেয়েছি আশ্রয় ,
নূতন করে ছেলে দিয়েছে ,
ঠিকানা আমার বৃদ্ধাশ্রম ।


দশমাস , দশদিন কষ্ট করে ,
প্রসব যন্ত্রনা সয়ে ,
এনেছি তোকে পৃথিবীতে আমি ,
থাকলিনা আমায় নিয়ে !

শিক্ষা,দীক্ষায় বড় হলি তুই ,
বড় চাকরী,গাড়ি,বাড়ি হলো ,
বড়লোকের মেয়ে বৌ হয়ে এলো -
মা তোর আজ জঞ্জাল হোলো ।

ভাল আছি বাবা এইখানে আমি ,
দিনরাত নেই কোন আর কাজ ,
কষ্ট শুধু একটাই আমার ,
তুই কাছে নেই আজ ।

শুনেছি এক ফুটফুটে খোকা ,
এসেছে সেদিন বৌমার কোলে ,
ভালকরে তাকে করিস মানুষ ,
দেয়না তোদের যেন ফেলে !

@ নন্দা  10-7-17 
জগতের রীতি
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

চলে যাবো একদিন চিরতরে,
রেখে যাবো কিছু স্মৃতি,
পারবেনা ভুলতে আমায়,
এটাই যে মানবের নীতি ।

সুখ ,দুঃখের অনেক স্মৃতি,
হাসি,আনন্দ ব্যথাভরা গীতি,
থাকবে সবকিছু তোমাদের ঘিরে,
আমিই থাকবোনা শুধু এই নীড়ে !

যদি কখনও থাকো একাকী,
ভাববে কিছুক্ষণ আমার কথা,
পড়বে মনে ওই সময় ,
দিয়ে থাকো যদি ব্যথা !

সময়ের সাথে ভুলবে কিছু ,
ধূসর হবে অনেক স্মৃতি,
মেতে উঠবে নব আনন্দে ,
জগতের এটাই যে রীতি ।

@ নন্দা



Tuesday, August 8, 2017

                ব্ন্ধু শব্দের প্রথম অক্ষর 'ব'-ধরে নিতে পারি ব থেকেই আসে বিশ্বাস , আবার ইংরাজী faith কথাটার ।st letter F ; friend কথাটা F দিয়েই শুরু হয় , তাহলে ব্ন্ধু হতে গেলে আগে দরকার পরস্পরের প্রতি বিশ্বাস । যা আজকের যুগে কারও মধ্যেই দেখা যায়না বলে মনেহয় । ঘরের বাইরে তো নয়ই , ঘরের
ভিতরেও কি এই বিশ্বাস কাউকেই করা যায় ? বাবা , মা ছিলেন(?) সন্তানের কাছে সব থেকে বিশ্বাসস্থল -ছিলেন বললাম এই কারণেই আজকের দিনের কিছু বাবা ,মা তাদের কার্যকারিতা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তারাও সেই জায়গাগুলি হারাচ্ছেন ! এর প্রধান কারন ভালো থাকা ,ভালো খাওয়ার ইচ্ছা । অর্থাৎ অর্থ ।  নিজের শিশু সন্তানকেও রেহাই দেননা , একের অপরাধে অন্যে অপরাধীর মত সমষ্টিগত বদনাম হচ্ছে । আস্তে আস্তে বিশ্বাস শব্দটাই হারিয়ে যাচ্ছে অর্থাৎ  ব্ন্ধু বলেই কেউ থাকছেনা ! ব্ন্ধু দিবস পালন করার চাইতে বিশ্বাস দিবস পালন করাই উচিত ! কে ব্ন্ধু ? কাকে বিশ্বাস করবো ? বিশ্বাসের ভীত যেখানে নড়বড়ে তাকে কি ব্ন্ধু ভাবা যায় ? সন্তান তার বাবা, মায়ের কাছে মিথ্যা বলছে , বাবা, মা সন্তানের কাছে মিথ্যা বলছে (সবাই হয়ত নয় ) ! বিশ্বাস শব্দটাই যে বিলুপ্তির পথে !

@ নন্দা 

Saturday, August 5, 2017

দাঁড়াও আসছি
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

সন্ধ্যার আকাশে -দু'একটি তারা ,
তাকিয়ে থাকি -হয়ে আনমনা ।

পাশে নেই -ভাবি, আছো বুঝি পাশে ,
নিঃশ্বাস ঘন হয় -অনুভবে পাশে পাই ।

রাত বারে -আসেনা যে পোড়া চোখে ঘুম ,
নিস্তব্ধ পথঘাট চারিপাশ নিঝুম ।

মনেপড়ে কত কথা ,ফেলে আসা দিন ,
ফুরিয়ে এসেছে আমার,জীবনও  প্রদীপ ।

অপেক্ষা হবে শেষ ,আর নেই দেরী ,
তাড়াতাড়ি হবো পার এই বৈতরনী ।

সুখে,দুখে একসাথে -ছিলাম দু'জনাতে ,
আবার হবে মিলন-রইবো একই সাথে ।

@নন্দা   5-4-17 12AM ,,

Friday, August 4, 2017

স্মৃতি যখন মালা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার চোখের জলে আমি ,
তোর জীবনের দুঃখ ধোবো,
তোর কষ্টগুলি আমার থাক ,
তোকে আমি নাইবা পাবো ।

প্রেম দিলিনা দিসনা -
আমায় নিয়ে গল্প লিখিস ,
চরিত্র হোক- যা চায় মন  ,
তবুও পেনে জড়িয়ে রাখিস ।

নিজের লেখা পড়বি যখন ,
পড়বে আমায় মনে ,
এইটুকুই -হবে অনেক পাওয়া ,
ভালো থাকবো জীবনে ।

আমায় তুই বুঝলি ভুল ,
এলাম আমি তাইতো চলে ,
স্মৃতি দিয়ে গেঁথে মালা ,
পড়ে নিলাম নিজের গলে ।

স্মৃতিরা সব থাকবে কাছে ,
নাইবা থাকলি তুই পাশে ,
তোকে ঘিরেই স্মৃতি যখন ,
ভাববো আমি আছিস কাছে ।

 @ নন্দা   3-8-17   11-30PM ,,

Wednesday, August 2, 2017

জানি আছিস
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

তুই চলে গেছিস অনেকদিন আগে ,
এখনও যেন ঘোরের মধ্যেই আছি !
একা চলা জীবনে খুব কঠিন ,
ভালোবাসার অনুভবটুকু নিয়ে বেঁচে আছি ,
সেতো চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ !
পথে ,ঘাটে সর্বত্র হায়েনার দল !
একা লড়াই করা খুবই দুঃসাধ্য !

কেনো যেন সব সময় মনেহয়,
তুই আমার সাথে সাথেই থাকিস -
তোর ভালোবাসার অনুভবটুকুই  আজ ,
আমার বেঁচে থাকার একমাত্র দিশা ।

@  নন্দা   21-7-17  12-20AM