বসন্ত এলে
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
ফুটেছে কৃষ্ণচূড়া
কোকিল গাইছে গান
হৃদয় কিছু পেতে চায়
আনচান করে হিয়া |
দখিনের পবন
জাগায় শিহরন
গোধূলির রক্তিম আলো
করে মোহাবিষ্ট |
স্বপ্ন আবার ডাক দেয় আমায়
কল্পনায় আঁকি তোমায় বারবার
ফিরে যাই সেই কিশোরী বেলায়
প্রথম পরশ আবার পেতে চাই |
1-3-2020
No comments:
Post a Comment