পাথর চাপা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এখন আমার আর কান্না আসেনা
চোখের জল শুকিয়ে গেছে
বা হয়তো কাঁদতেই ভুলে গেছি|
অনুভূতিগুলো মৃয়মান হয়ে যাচ্ছে
মনের বা শরীরের যন্ত্ৰণা
কোনোটাই বুকে আর চেপে বসেনা|
চারিদিকের সমাজের এই অবক্ষয়
আমার সকল অনুভূতিকে
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে
আমাকে বোবা ও কালা করেছে|
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এখন আমার আর কান্না আসেনা
চোখের জল শুকিয়ে গেছে
বা হয়তো কাঁদতেই ভুলে গেছি|
অনুভূতিগুলো মৃয়মান হয়ে যাচ্ছে
মনের বা শরীরের যন্ত্ৰণা
কোনোটাই বুকে আর চেপে বসেনা|
চারিদিকের সমাজের এই অবক্ষয়
আমার সকল অনুভূতিকে
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে
আমাকে বোবা ও কালা করেছে|
No comments:
Post a Comment