বিভ্রান্ত
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়ার হাতটা
কিশোরীবেলায় ফেললাম হারিয়ে,
পাশে থাকবে বলে কথা দিয়েছিলো যে
সেও গেলো যে পালিয়ে |
কতশত বন্ধু হল
কেউ দেয়না বিশ্বাসের মর্যাদা |
স্নেহ, শ্রদ্ধা,ভালোবাসা,
সবকিছু আজ দুরাশা |
মনের মাঝের যন্ত্রণাগুলো
কুড়েকুড়ে শুধু খায়,
চারিদিকে আজ শুধুই আঁধার
পালাবার পথ নাই |
No comments:
Post a Comment