#পেরেছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বাবার মৃত্যুর পর কিছু কাজের আশায় পাড়ার মাথা হরেনকাকার কাছে গিয়ে সতেরো বছর বয়সেই নিজের জীবনের চরম মূল্য দিতে হয়েছিল রীতাকে |মাকে হারিয়েছে সেই ছেলেবেলায় | একটি এনজিও সংস্থার সাথে যুক্ত পাড়ার বেলাদি এসে নিজে থেকে রীতাকে সেখানে যুক্ত করে নেয়| খাওয়াপড়া আর সামান্য কিছুর টাকার বিনিময়ে রীতা ভালোই থাকে সেখানে | তবে ভিতরে ভিতরে তার একটা প্রতিশোধস্পৃহা জম্ম নিতে থাকে| কয়েকবছর পরে এনজিও সংস্থার একটি অনুষ্ঠানে কিছু গন্যমান্য ব্যক্তি উপস্থিত হন | তাদের মধ্যে হরেনকাকাও ছিলেন | একটা কাটারি জোগাড় করে সোজা স্টেজে উঠে পরপর কয়েকটা কোপ মারে লোকটির কাঁধে | স্টেজেই লুটিয়ে পড়েন তিনি | অট্টহাসিতে ফেঁটে পরে রীতা | ঠাঁই হয় পাগলাগারদে |
No comments:
Post a Comment