জানি আছিস
নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
বয়সের ভারে ভুলেছি সবকিছু,
ভুলিনি তোকে আজও|
স্মৃতির খাতায় জমেছে ময়লা,
স্পষ্ট অক্ষরগুলো |
বাদলের দিনে বৃষ্টিতে ভেজা,
শরতে শিউলি তলায়,
সময়ের কোন ছিলোনা হিসাব,
পড়লে মনে হৃদয় দোলায়|
স্মৃতির ঝাঁপি যতই হাতড়াই,
তোর ছবি চোখে ভাসে,
জানি মরনের ওপার হতে
আজও তুই আছিস পাশে|
No comments:
Post a Comment