দেখতে যদি পাই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সেই বিকেলটা হারিয়ে গেছে জীবন থেকে,
সেই সন্ধ্যাটা আসবেনা আর কখনো ফিরে।
জীবন নামক নৌকাটাতে ছিলাম যখন দু'জন,
সকাল, বিকাল, সাঁঝবেলা হিসাব ছিলোনা তখন-
ময়ুরপঙ্গী ভাসিয়ে ছিলাম শুক্লাতিথির পঞ্চমীতে,
হঠাৎ করেই ডুবিয়ে দিলো কোন ডাইনী এক ছদ্মবেশে।
ভাসিয়ে দিলো স্বপ্ন আমার কেড়ে নিলো তোমায়,
পারে বসেই ঢেউ গুনি তোমায় দেখতে যদি পাই।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সেই বিকেলটা হারিয়ে গেছে জীবন থেকে,
সেই সন্ধ্যাটা আসবেনা আর কখনো ফিরে।
জীবন নামক নৌকাটাতে ছিলাম যখন দু'জন,
সকাল, বিকাল, সাঁঝবেলা হিসাব ছিলোনা তখন-
ময়ুরপঙ্গী ভাসিয়ে ছিলাম শুক্লাতিথির পঞ্চমীতে,
হঠাৎ করেই ডুবিয়ে দিলো কোন ডাইনী এক ছদ্মবেশে।
ভাসিয়ে দিলো স্বপ্ন আমার কেড়ে নিলো তোমায়,
পারে বসেই ঢেউ গুনি তোমায় দেখতে যদি পাই।