Sunday, October 21, 2018

বাঁচাটাই অর্থহীন
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

জীবনের ঝড়-ঝাপটাগুলি মোকাবেলা করেছি দু'জনে,
আজ আমি একা,
চার দেয়ালের মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয়।
সবকিছু আজ স্মৃতি!
পুজোর দিনগুলিও ঘরে থাকি বন্ধি,
চারিদিকের এতো কোলাহলের মাঝেও-
মন থাকে উদাসীন।
ঘরের প্রতিটা কোণায় স্মৃতিরা দৌড়ে বেড়ায়।
চেতন-অবচেতনে স্মৃতিরাই ঘিরে থাকে।
আলমারী ভর্তি ঠাসা জামা কাপড়,
কোনটা এখনও নূতন, খোলা হয়নি ভাজ।
তোমার কলম,তোমার ঘড়ি নিত্য ব্যবহার্য জিনিস-
সবকিছুই আছে সেই আগের মতই-
চোখের সম্মুখেই শুধু তুমি নেই!
এভাবে কি বাঁচা যায়?

# নন্দা 

No comments:

Post a Comment