দাম্পত্য
নন্দা মুখার্জী রায় চৌধুরী
😁😁😁😁😁😁😁😁😁
ভালোবাসি ভীষন ভাবে,
তুমিও নও কম;
একটু দূরে সরলেই-
মন করে আনচান।
তুমি ছাড়া সবই তুচ্ছ,
ভালোবাসায় পুরে হই ভস্ম,
পানের থেকে খসলে চুন-
রেগে দুজনেই আগুন।
রাত যত গভীর হয়,
রাগ তত পড়তে থাকে,
পাশ ফিরে দু'জনেই-
কে কাকে আগে ডাকে। 😁
নন্দা মুখার্জী রায় চৌধুরী
😁😁😁😁😁😁😁😁😁
ভালোবাসি ভীষন ভাবে,
তুমিও নও কম;
একটু দূরে সরলেই-
মন করে আনচান।
তুমি ছাড়া সবই তুচ্ছ,
ভালোবাসায় পুরে হই ভস্ম,
পানের থেকে খসলে চুন-
রেগে দুজনেই আগুন।
রাত যত গভীর হয়,
রাগ তত পড়তে থাকে,
পাশ ফিরে দু'জনেই-
কে কাকে আগে ডাকে। 😁
No comments:
Post a Comment