Friday, October 5, 2018

সবই ভুল
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

অধিক রাতের স্বপ্নগুলো বড্ড বেদনাময়,
ঘুমের মাঝেও বারবার আর্তনাদ করে উঠি,
কল্পনায় তুমি এসে সামনে দাঁড়াও!
একবুক জ্বালা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি,
বুকের পাঁজরে তখন কুঠারাঘাত হয়!
বাস্তবের সাথে যার কোন মিল নেই।
দম বন্ধ হয়ে আসে,
চিৎকার করে বলতে চাই-
'এই তো তুমি আছো
তুমি তো হারিয়ে যাওনি।'
মুখ থেকে আওয়াজ বের হয়না,
গলা শুকিয়ে কাঠ হয়ে যায়।
হাত-পা অসার হয়ে পরে।

ঘুম ভেঙ্গে বাস্তবে ফিরে আসি;
যন্ত্রনায় ছটফট করতে থাকি।
তোমার ভালোবাসার স্বপ্নগুলো-
পূণরায় বাক্সবন্ধি করে একসময় ঘুমিয়ে পড়ি।

    # নন্দা 

No comments:

Post a Comment