Monday, October 22, 2018

চিরকুট 
তোমার কাছে আমি পরাজিত, 
ভেঙ্গেছ আমার অহংকার, 
তোমার দুর্বার ভালোবাসার কাছে, 
আমি নতজানু। 
আমার ক্ষুদ্রতা সব ঢেকে, 
আমকে করেছো রাজরানী, 
তোমার কাছে আমি চিরঋণী। 

NMRC   মানবী 

No comments:

Post a Comment