নাইবা পেলাম
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নাইবা পেলাম তোমায় আমি
নিজের করে কাছে,
সারাজীবন কাটবে আমার
তোমায় ভালোবেসে।
তোমার পরশ পড়লে মনে
লজ্জায় আজও লাল,
সেই ছোঁয়া রেখে মনে
কাটবে আমার কাল।
ভালোবাসা মানে কি আর
শুধুই কাছে পাওয়া?
প্রিয় আমার থাকবে সুখে
এটাই শুধু চাওয়া।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নাইবা পেলাম তোমায় আমি
নিজের করে কাছে,
সারাজীবন কাটবে আমার
তোমায় ভালোবেসে।
তোমার পরশ পড়লে মনে
লজ্জায় আজও লাল,
সেই ছোঁয়া রেখে মনে
কাটবে আমার কাল।
ভালোবাসা মানে কি আর
শুধুই কাছে পাওয়া?
প্রিয় আমার থাকবে সুখে
এটাই শুধু চাওয়া।
# নন্দা
No comments:
Post a Comment