Wednesday, October 17, 2018

চিরকুট
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

পুজোর দিনেও মন যদি থাকে বিষন্ন,
নিরিবিলি জানলার কাছে বসেও-
শব্দমালা গাঁথা হয়ে ওঠেনা।
চারিদিকে কোলাহল,ঢাকের আওয়াজ,
মনকে শান্ত করতে পারেনা!
ফিরে যাই বারবার সেই অতীতে,
যেখানে তুমি ছিলে আমার পাশে।

  # নন্দা 

No comments:

Post a Comment