Thursday, October 4, 2018

খোকার পুজো
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

ঢ্যাংকুড়কুড় বাদ্য বাজে,
ঢাকের মিষ্টি বোল-
বাজছে কাঁসর বাজছে শাঁখ,
বাজছে ঢুলির ঢোল।
আনন্দে সবাই নাচছে পুজোয়,
সাজছে নানান সাজে,
ব্যস্ত সবাই প্যান্ডেলেতে,
পুজোর নানান কাজে।
ঢুলি এসেছে গ্রাম থেকে,
সাথে ছোট্ট ছেলে ,
ছেঁড়া জামা গায়ে দিয়ে-
পুজো দেখবে বলে।
নিত্য নূতন পড়ছে জামা,
ছোট বড় সবাই,
নিজের দিকে তাকিয়ে ভাবে,
আমরা পয়সা কামাই!
মায়ের সামনে দু'হাত জোড়ে,
দাঁড়িয়ে ঢুলির ছেলে,
মনেমনে ভাবে শুধু,
তার দুখিনী মায়ের যদি,
একটি কাপড় মেলে।
কত কাপড় মায়ের পায়ে,
দিচ্ছে জমা সবাই!
চোখের জলে ভাবে ছেলে,
মায়ের একটি কাপড় চাই।
'থাকনা আমার ছেঁড়া জামা,
কিবা এসে যায়?
মাকে যেন একটি কাপড়,
মা দুর্গা দেয়।'

# নন্দা

No comments:

Post a Comment