আমার কবি প্রনাম ---
১৫৭তম জম্মদিনে বিশ্ববরেণ্য -কবি,সাহিত্যিক,দার্শনিক,শিল্পী,গীতিকার,সুরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রনাম।বাঙ্গালীর জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান তার ঠাকুরঘরে।বাঙ্গালী সমাজ তাঁর জম্মদিন এই ২৫শে বৈশাখ দেবতার উৎসব হিসাবে পালন করেন।প্রতিটা মানুষের মনের গোপনকথা,বিরহ,প্রেম,হাসি-আনন্দ,উচ্ছ্বলতা -মানুষের অন্তর থেকে টেনে বার করে এনেছেন অবলীলায়।বাঙ্গালীর জীবনের শ্রেষ্ঠতম সন্তান নিজেই বলে গেছেন,
"মোর নাম এই বলে খ্যাত হোক,
১৫৭তম জম্মদিনে বিশ্ববরেণ্য -কবি,সাহিত্যিক,দার্শনিক,শিল্পী,গীতিকার,সুরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রনাম।বাঙ্গালীর জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান তার ঠাকুরঘরে।বাঙ্গালী সমাজ তাঁর জম্মদিন এই ২৫শে বৈশাখ দেবতার উৎসব হিসাবে পালন করেন।প্রতিটা মানুষের মনের গোপনকথা,বিরহ,প্রেম,হাসি-আনন্দ,উচ্ছ্বলতা -মানুষের অন্তর থেকে টেনে বার করে এনেছেন অবলীলায়।বাঙ্গালীর জীবনের শ্রেষ্ঠতম সন্তান নিজেই বলে গেছেন,
"মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক।"
No comments:
Post a Comment