Friday, May 25, 2018

আমার নজরুল
      নন্দা মুখার্জী রায় চৌধুরী
(প্রতিযোগিতার জন্য)

তুমি দুর্বার,তুমি দুরন্ত!
তুমি বিজয় কেতন নেড়ে,
আবির্ভূত হয়েছ 'বিদ্রোহী'রূপে।
হাতে তুলে নিয়েছ 'অগ্নিবীণা',
বাজিয়েছ 'বিষের বাঁশি',
'ভাঙ্গার গান'গেয়ে-
'প্রলয় শিখা,জ্বালিয়ে-
টেনেছ 'সর্বহারা'দের কাছে।
তুমি 'ধূমকেতু'র মত-
তরুনদের উচ্ছ্বল উদ্দামতায়,
বুঝিয়েছ 'সাম্যবাদ'কে ।
'চাঁদনী রাতে'করেছ 'বধূবরণ',
'দারিদ্র্য'কে পিছনে ফেলে। 
'গোপন প্রিয়া'ছেড়ে গেছে তোমায়,
ভেঙ্গেছে প্রেমের 'রাখীবন্ধন'।
'সন্ধ্যাতারা'র মাঝে খুঁজেছ-
হারিয়ে যাওয়া 'বিজয়িনী'কে।
তোমার কাছে মানুষই 'ঈশ্বর',
'কুলি-মজুর'সব সমান।
'কোরবানী'রাতে সজাগ করেছ-
'কান্ডারী হুঁশিয়ার'।
এতকিছু মাঝেও 'চিরশিশু'হয়ে-
ভেঙ্গেছ 'কারার ঐ লৌহ কপাট'।

No comments:

Post a Comment