Wednesday, May 9, 2018

কবি তো নই
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার লেখাগুলো ঠিক কবিতা হয়ে ওঠেনা,
কবিতা লিখতে পারিনা,লিখতে চাইও না,
আমার কষ্ট,বিরহ-বেদনা,আমার দুঃখ-
সবকিছু নিয়ে ভাষাক্ষরে মালা গাঁথি।
আমার ভাবনা,চিন্তাধারা হয়তো কারও সাথেই মিলবেনা,
এগুলি লিখে মনটাকে তো হালকা করতে পারি!
আমাকে কেউ কবি ভেবোনা,সাহিত্যিকও নয়;
কোনটাই আমি হতে চাইনা,চাইনা কোন যশ-
আমার লেখার মধ্যদিয়ে কষ্টটাকে ছড়িয়ে দিই কেবল,
আমি ভালো আছি,শুধু মনটা আমায় জ্বালায়।

 @ নন্দা

No comments:

Post a Comment