হেরে গেলাম
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার চোখের জল,
বলে তোমার কথা,
নীরবে সহি সকল বেদনা,
ভিজে থাকে চোখের পাতা।
কষ্টকে নিয়েছি আপনার করে,
হারিয়ে ফেলেছি জীবনের সুখ,
বসে থাকি,ছবি পানে চেয়ে,
যদি হয়,লাঘব কিছু দুখ!
অমানিশা আজ সকল সময়,
ভাসে চোখে শুধু স্মৃতি,
হেরে গেছি জীবন সংসারে,
গাইবোনা আর সুখ গীতি।
চিরনিদ্রায় যাবো যেদিন,
কাঁদবে সেদিন সবাই,
মরনের ওপার হতে-
দু'হাতে জড়াবে আমায়।
# মানবী ৩০-৫-১৮ রাত ১-৪০
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার চোখের জল,
বলে তোমার কথা,
নীরবে সহি সকল বেদনা,
ভিজে থাকে চোখের পাতা।
কষ্টকে নিয়েছি আপনার করে,
হারিয়ে ফেলেছি জীবনের সুখ,
বসে থাকি,ছবি পানে চেয়ে,
যদি হয়,লাঘব কিছু দুখ!
অমানিশা আজ সকল সময়,
ভাসে চোখে শুধু স্মৃতি,
হেরে গেছি জীবন সংসারে,
গাইবোনা আর সুখ গীতি।
চিরনিদ্রায় যাবো যেদিন,
কাঁদবে সেদিন সবাই,
মরনের ওপার হতে-
দু'হাতে জড়াবে আমায়।
# মানবী ৩০-৫-১৮ রাত ১-৪০
No comments:
Post a Comment