তুমি আছ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাতে সকলেই যখন নিদ্রাচ্ছন্ন,
আমি তখন কবিতা লিখতে বসি-
তোমার প্রিয় ব্যালকনিটাই বসে।
ফুলের টব দিয়ে ব্যালকনিটা সাজিয়েছিলে,
প্রতিটা গাছে এখন ফুল ফোঁটে,
ফুল-সৌরভের মাঝেও তোমার গায়ের গন্ধ পাই,
তোমায় কাছে পেতে ইচ্ছা করে আগের মত।
ফাঁকা চেয়ারটার দিকে বারবার তাকাই,
মন বলে তুমি ওখানেই আছ!
লেখা আমার আর হয়না,
তোমাকে কাছে পাইনা ঠিকই,
তোমার উপস্থিতি টের পাই।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাতে সকলেই যখন নিদ্রাচ্ছন্ন,
আমি তখন কবিতা লিখতে বসি-
তোমার প্রিয় ব্যালকনিটাই বসে।
ফুলের টব দিয়ে ব্যালকনিটা সাজিয়েছিলে,
প্রতিটা গাছে এখন ফুল ফোঁটে,
ফুল-সৌরভের মাঝেও তোমার গায়ের গন্ধ পাই,
তোমায় কাছে পেতে ইচ্ছা করে আগের মত।
ফাঁকা চেয়ারটার দিকে বারবার তাকাই,
মন বলে তুমি ওখানেই আছ!
লেখা আমার আর হয়না,
তোমাকে কাছে পাইনা ঠিকই,
তোমার উপস্থিতি টের পাই।
# নন্দা
No comments:
Post a Comment