ফাগুনেই ভেসে যাই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় আমি ভালোবাসি,
বলতে পারিনি কখনো;
তোমার পৌরুষে পাগলিনী,
হৃদয়ে আছ আজও।
আমার লেখা প্রেমের কবিতা,
সবই তোমায় নিয়ে,
কবিতাতে সুর দিয়ে আমি,
উঠি গান গেয়ে।
ফাগুনের হাওয়া শীতল করে,
যেন কাছে পাই তোমায়,
যেদিকে তাকাই সেদিকেই তুমি,
ফাগুন এলেই ভালোবাসো আমায়।
যতই দূরে থাকো তুমি,
ফাগুন এলেই আসবে জানি,
জীবনের কিছু চাওয়া অপূর্ণই থাক,
ভালোবাসা আমার ভাবনায় ভেসে যাক।
# নন্দা ২২-২-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় আমি ভালোবাসি,
বলতে পারিনি কখনো;
তোমার পৌরুষে পাগলিনী,
হৃদয়ে আছ আজও।
আমার লেখা প্রেমের কবিতা,
সবই তোমায় নিয়ে,
কবিতাতে সুর দিয়ে আমি,
উঠি গান গেয়ে।
ফাগুনের হাওয়া শীতল করে,
যেন কাছে পাই তোমায়,
যেদিকে তাকাই সেদিকেই তুমি,
ফাগুন এলেই ভালোবাসো আমায়।
যতই দূরে থাকো তুমি,
ফাগুন এলেই আসবে জানি,
জীবনের কিছু চাওয়া অপূর্ণই থাক,
ভালোবাসা আমার ভাবনায় ভেসে যাক।
# নন্দা ২২-২-১৮
No comments:
Post a Comment