Wednesday, February 21, 2018

ফিরে এসো
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

ফিরে এসো তুমি ,
জাগিয়ে দাও আমার প্রেম,
সেই আগ্নেয়গিরির মত!
তোমার ছোঁয়ায় একটু একটু করে,
মোমের মত আমি গলতে চাই।
অসীম শূন্যতায় দিশেহারা আজ!
প্রতিটা দিন, প্রতিটা রাত -
তুমি বীনা কাটে------!
ফিরে এসো তুমি-
পুনরায় সুখসমুদ্রে ডুব দেবো আমরা,
তুমিহীন এ পৃথিবীটা বড় নিষ্ঠুর,
বড় কষ্টের, খুব খুব বেদনাময়!

# নন্দা 20-2-18

No comments:

Post a Comment