Monday, February 12, 2018

কথা রাখলেনা
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

আজ নাকি 'রোজ ডে ' !
কথা দেবার দিন,
যেদিন তুমি কথা দিয়েছিলে-
সেদিন তো 'রোজ ডে ' ছিলোনা।
ছাদনাতলায় চোখে চোখে বলেছিলে-
"একসাথে থাকবো চিরদিন"।
কই, তুমি তো কথা রাখনি!
সেই তো চলেই গেলে আমায় ফেলে!
আসলে কথা দিয়ে কেউ কথা রাখেনা।

@ নন্দা  11-2-18

No comments:

Post a Comment