ভালোবাসা তুমি কি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ভালোবাসা -
তুমি কি মরীচিকা?
নাকি বালুচরে বাঁধা ঘর?
কেন তুমি নিলজ্জ?
কখনো তুমি শরমে লাল!
ভালোবাসা-
তুমি জ্বলন্ত অগ্নিকুন্ড!
কখনো বরফ ঠান্ডা শীতল!
বুকের ভিতর ধূধূ মরুদ্যান,
তোমার পরশে হৃদয় কম্পমান!
ভালোবাসা-
তোমায় ঘিরে আছে সবাই,
তুমি এত কেন অধরা?
কিসের এত গরব তোমার?
এত কেন ভঙ্গুর তুমি?
# নন্দা 29-12-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ভালোবাসা -
তুমি কি মরীচিকা?
নাকি বালুচরে বাঁধা ঘর?
কেন তুমি নিলজ্জ?
কখনো তুমি শরমে লাল!
ভালোবাসা-
তুমি জ্বলন্ত অগ্নিকুন্ড!
কখনো বরফ ঠান্ডা শীতল!
বুকের ভিতর ধূধূ মরুদ্যান,
তোমার পরশে হৃদয় কম্পমান!
ভালোবাসা-
তোমায় ঘিরে আছে সবাই,
তুমি এত কেন অধরা?
কিসের এত গরব তোমার?
এত কেন ভঙ্গুর তুমি?
# নন্দা 29-12-17
No comments:
Post a Comment