গিয়েছি ভুলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
লিখবো আমি শেষ চিঠি তোমায়,
যা পারিনি বলতে মুখে লাজে;
কিছু শব্দের অনুনাদ আজও-
একই ভাবে বুকে বাজে।
কিছু চাওয়া কিছু আশা,
আছে হৃদয়ে অব্যক্ত হয়ে;
সেদিনও যা হয়নি বলা,
অনভ্যাসে লেখা হয়না আজও!
শব্দের সব অনুবাদ হয়,
হৃদয়েই হয় বিশ্লেষন;
ঠিকানা রাখতে গিয়েছি ভুলে,
শুধু করি অন্বেষন!
# নন্দা ২৩-২-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
লিখবো আমি শেষ চিঠি তোমায়,
যা পারিনি বলতে মুখে লাজে;
কিছু শব্দের অনুনাদ আজও-
একই ভাবে বুকে বাজে।
কিছু চাওয়া কিছু আশা,
আছে হৃদয়ে অব্যক্ত হয়ে;
সেদিনও যা হয়নি বলা,
অনভ্যাসে লেখা হয়না আজও!
শব্দের সব অনুবাদ হয়,
হৃদয়েই হয় বিশ্লেষন;
ঠিকানা রাখতে গিয়েছি ভুলে,
শুধু করি অন্বেষন!
# নন্দা ২৩-২-১৮
No comments:
Post a Comment