Saturday, February 10, 2018

একবার এসো
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

আর কখনো ডাকবে নাগো,
  আমার নামটি ধরে,
আর কখনো বসবো নাতো,
  তোমার কাছে যেয়ে,
হাতটি নিয়ে হাতের মাঝে-
  বলবেনা আর কথা,
আমার মাথায় হাত বুলিয়ে,
  ভুলাবেনা আর ব্যথা!
আমার পাওয়া আঘাতগুলি-
  শুনবেনা আর কেউ;
বুকের মাঝে জড়িয়ে নিয়ে,
  থামাবেনা আর ঢেউ!
খাবার খেতে চেয়ারে তুমি,
  বসবেনা আর এসে-
তোমার আসন ফাঁকায় আছে-
  একবার যাও দেখে।

  @ নন্দা   8-2-18

No comments:

Post a Comment