Tuesday, February 13, 2018

আবার বলবো সব
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

ভাবতে খুব ভালো লাগে,
কেউ একজন অপেক্ষা করে আছে,
এপারে না হোক-ওপারেতেই হোক!
ক্ষতি কি! সেতো অপেক্ষায় আছে,
ভাবছে আমার কথা!
কত যন্ত্রণা, কত নিরাশা-
দেখা হলে উজাড় করে বলবো!
সে আমার চোখ দু'টি মুছিয়ে বলবে,
"কাঁদছো কেন?এই তো আবার আমি তোমার পাশে।"
কত কথা জমা হয়ে আছে বুকের মাঝে,
কতদিন পাশাপাশি বসে গল্প করিনি;
আমার বেদনার হাহাকার, আমার অশ্রুধারা-
কত-কতদিন সে কাছে টেনে মুছিয়ে দেয়নি,
"এত ভাবছো কেন?আমি তো আছি পাশে"!
শুনিনি-বহু-বহুদিন আমি শুনিনি।

সেই ক্ষণটুকুর জন্য অপেক্ষায় আছি,
আমার কষ্ট, আমার দুঃখ-উজাড় করে বলবো তাকে,
পরম যত্নে আমায় বলবে,"ভাবছো কেন আমি তো আছি পাশে। "

# নন্দা    ২৫-১-১৮

No comments:

Post a Comment