জীবন্মৃত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় নিয়ে বিরহের কবিতা লিখবো,
কখনোই ভাবিনি !
তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো ,
স্বপ্নেরও অতীত ছিলো !
কিণ্তু দেখো, দিব্যি বেঁচে আছি !
সত্যিই কি আমি বেঁচে আছি ?
একে কি বাঁচা বলে ?
???????????????????????
আমি আঁটকে আছি-সংসার মাঝে ,
বা এখনো যাওয়ার সময় হয়নি !
একেই কি তবে বলে জীবন্মৃত ?
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় নিয়ে বিরহের কবিতা লিখবো,
কখনোই ভাবিনি !
তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো ,
স্বপ্নেরও অতীত ছিলো !
কিণ্তু দেখো, দিব্যি বেঁচে আছি !
সত্যিই কি আমি বেঁচে আছি ?
একে কি বাঁচা বলে ?
???????????????????????
আমি আঁটকে আছি-সংসার মাঝে ,
বা এখনো যাওয়ার সময় হয়নি !
একেই কি তবে বলে জীবন্মৃত ?
No comments:
Post a Comment