একলা আমি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে চলার বাকী পথটুকু একলায় হাঁটবো ,
পাশে নেই কেউ ,
বুকে শুধু ঢেউ ,
হারিয়েছো দরদী বন্ধু আমার !
ফিরবেনা জানি কোনদিন আর !
তোমার স্মৃতি বুকে নিয়ে আবেশে তোমাকেই জড়াই ! @নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে চলার বাকী পথটুকু একলায় হাঁটবো ,
পাশে নেই কেউ ,
বুকে শুধু ঢেউ ,
হারিয়েছো দরদী বন্ধু আমার !
ফিরবেনা জানি কোনদিন আর !
তোমার স্মৃতি বুকে নিয়ে আবেশে তোমাকেই জড়াই ! @নন্দা
No comments:
Post a Comment