ঠুনকো ভালোবাসা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ভালোবাসা -
তুমি এতো ঠুনকো কেন ?
অল্পতেই তুমি ভেঙ্গে যাও !
তুমি রঙ্গীন স্বপ্ন বোনো ,
রং,তুলি বিনা - আঁকো ;
হৃদয়ে নীল প্রজাপ্রতির মত -
ডানা মেলে উড়ে বেড়াও ;
ভয় হয় কখন পালিয়ে যাও !
ভিজে যাওয়া শাড়িতে তুমি -
আমার শরীরে লেপ্টে থাকো ।
আমি যখন ফুলের মালা গাঁথি ,
তোমার মনের কথাগুলি কেন
আমার হৃদয়ে সঞ্চার করো ?
আয়নার সামনে যখন নিজেকে সাজাই ,
বুকের ভিতর কেন তোলপাড় করো ?
তবুও তুমি কেন এতো ঠুনকো ?
যখন খুশি উড়ে যেতে পারো !
@নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ভালোবাসা -
তুমি এতো ঠুনকো কেন ?
অল্পতেই তুমি ভেঙ্গে যাও !
তুমি রঙ্গীন স্বপ্ন বোনো ,
রং,তুলি বিনা - আঁকো ;
হৃদয়ে নীল প্রজাপ্রতির মত -
ডানা মেলে উড়ে বেড়াও ;
ভয় হয় কখন পালিয়ে যাও !
ভিজে যাওয়া শাড়িতে তুমি -
আমার শরীরে লেপ্টে থাকো ।
আমি যখন ফুলের মালা গাঁথি ,
তোমার মনের কথাগুলি কেন
আমার হৃদয়ে সঞ্চার করো ?
আয়নার সামনে যখন নিজেকে সাজাই ,
বুকের ভিতর কেন তোলপাড় করো ?
তবুও তুমি কেন এতো ঠুনকো ?
যখন খুশি উড়ে যেতে পারো !
@নন্দা
No comments:
Post a Comment