পারতে হচ্ছে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একা রাস্তায় হাঁটতে শিখেছি,
প্রথমে ভেবেছিলাম -
তুমি ছাড়া আমি অসহায়!
খরস্রোতা জীবন নদীর মাঝে-
তোমাকে ছাড়ায় সাঁতার কাটছি।
জীবন কি অদ্ভুত!
পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়!
নিজের অজান্তেই পরিবর্তন আসে জীবনে!
স্মৃতি তবু পিছন ছাড়েনা!
একাকী থাকলেই ঘিরে ধরে।
লোকালয়কে সে এড়িয়ে চলে,
নিজস্ব স্মৃতি জনারণ্য ভয় পায়!
@ নন্দা 23-12-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একা রাস্তায় হাঁটতে শিখেছি,
প্রথমে ভেবেছিলাম -
তুমি ছাড়া আমি অসহায়!
খরস্রোতা জীবন নদীর মাঝে-
তোমাকে ছাড়ায় সাঁতার কাটছি।
জীবন কি অদ্ভুত!
পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়!
নিজের অজান্তেই পরিবর্তন আসে জীবনে!
স্মৃতি তবু পিছন ছাড়েনা!
একাকী থাকলেই ঘিরে ধরে।
লোকালয়কে সে এড়িয়ে চলে,
নিজস্ব স্মৃতি জনারণ্য ভয় পায়!
@ নন্দা 23-12-17
No comments:
Post a Comment