Thursday, December 14, 2017

কল্পকুঞ্জে চলে গেছো মাগো ,
রয়েছো হৃদয় মাঝে ,
সকাল থেকে রাতের আঁধার ,
স্মৃতি বুকে বাজে !
 
         মৃত্যু অবধারিত জেনেও আমরা আরও আরও বেশী বছর বাঁচতে চাই !
সংসার সমুদ্রের এক্পারে জীবন অপরপারে মৃত্যু । কারও সাধ্যি নেই এই মৃত্যুকে রুখে দেওয়ার ! তবুও আমরা প্রিয়জনের বিয়োগ ব্যথায় ব্যকুল হয়ে পড়ি ! মৃত্যু মহাসাম্যসংস্থাপক !

        যতই আমরা বলিনা কেনো -
      "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে-"
কিণ্তু বিধাতা এ আবেদন পূর্ব থেকেই সকলের ক্ষেত্রে না-মঞ্জুর করে রেখেছেন ! সময় সকলের জন্য বাঁধা । । জীবনব্যপী রোগ , শোক , দুঃখ , যন্ত্রনা সহ্য করেও আমরা তিলে তিলে যে জীবনকে গড়ে তুলি তা অমোঘ নিয়মে তাসের ঘরের মত ভেঙ্গে যায় বা ফেলে রেখে চলে যেতে বাধ্য হতে হয় ! আর এখানেই জীবনের চরম ব্যর্থতা ! সকলেই এখানে অসহায় ! অর্থ দিয়ে সবকিছু কেনা গেলেও পদ্মপত্রে নীরের ন্যায় আয়ু- কেনা যায়না ।

           অফুরন্ত কামনা , বাসনা নিয়ে আমরা পৃথিবীতে আসি । সকলকিছু পূরণ হবার আগেই সংসার রঙ্গমঞ্চ থেকে অনেককেই বিদায় নিতে বাধ্য হতে হয় ! আর এখানেই লুকিয়ে থাকে চরম অসহায়তা ! জীবনের সব কলরোল , আনন্দোৎসব , রোগ , শোক , যন্ত্রনার পরিসমাপ্তি --'মৃত্যু'  ! মৃত্যুর পর মৃত ব্যক্তির স্মৃতি ছাড়া আর কিছুই থাকেনা ! প্রিয়জনকে হারানো রক্তবিহীন গভীর ক্ষত ! যা আজীবন শুকাইনা ! 

No comments:

Post a Comment