মানুষ এখন মনুষ্যত্বহীন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মনের মাঝে জমছে মেঘ ,
হৃদয় শুধু দিচ্ছে মোচড় ,
প্রতিবাদ কি শুধুই কলমে ?
ফিরে যাচ্ছি আদিমযুগে !
পশুর মধ্যেও আছে মায়া ,
মানুষের মাঝে শুধুই ছল !
যৌন ক্ষুদায় মাতাল সব ,
ছাড়ছেনা কেউ বৃদ্ধা, শিশুকে !
ভাব প্রকাশের নেই ভাষা ,
কলম শুধুই যাচ্ছে কেঁদে !
বিবেক হারিয়ে হচ্ছি ন্যুজ !
মসির চেয়ে অর্থ বড় !
অন্যায় তাই যাচ্ছে উড়ে ,
রাস্ট্র চলছে শুধুই ঘুসে !
@ নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মনের মাঝে জমছে মেঘ ,
হৃদয় শুধু দিচ্ছে মোচড় ,
প্রতিবাদ কি শুধুই কলমে ?
ফিরে যাচ্ছি আদিমযুগে !
পশুর মধ্যেও আছে মায়া ,
মানুষের মাঝে শুধুই ছল !
যৌন ক্ষুদায় মাতাল সব ,
ছাড়ছেনা কেউ বৃদ্ধা, শিশুকে !
ভাব প্রকাশের নেই ভাষা ,
কলম শুধুই যাচ্ছে কেঁদে !
বিবেক হারিয়ে হচ্ছি ন্যুজ !
মসির চেয়ে অর্থ বড় !
অন্যায় তাই যাচ্ছে উড়ে ,
রাস্ট্র চলছে শুধুই ঘুসে !
@ নন্দা
No comments:
Post a Comment