মাতৃহারা হলাম
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হারিয়ে গেলো মা যে আমার,
দূর অজানার গাঁয় ;
কোথায় গেলে পাবো তোমায়,
দেখতে আবার চাই !
ছেলেবেলার কথাগুলি পড়ছে মনে বেশী,
বিশ্ব জানে তোমায় আমি কত ভালবাসি!
হারালাম তোমার শ্রীচরণ,জানি আছে আশীর্বাদের হাত,
তোমার স্মৃতি বুকে নিয়ে কাটে মাগো বিনিদ্র রাত!
ডাকবোনা আর মা বলে নিলে তুমি বিদায় !
চোখের জলে ভাসছি মাগো শূণ্য করলে হৃদয় !
@ নন্দা 12-10-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হারিয়ে গেলো মা যে আমার,
দূর অজানার গাঁয় ;
কোথায় গেলে পাবো তোমায়,
দেখতে আবার চাই !
ছেলেবেলার কথাগুলি পড়ছে মনে বেশী,
বিশ্ব জানে তোমায় আমি কত ভালবাসি!
হারালাম তোমার শ্রীচরণ,জানি আছে আশীর্বাদের হাত,
তোমার স্মৃতি বুকে নিয়ে কাটে মাগো বিনিদ্র রাত!
ডাকবোনা আর মা বলে নিলে তুমি বিদায় !
চোখের জলে ভাসছি মাগো শূণ্য করলে হৃদয় !
@ নন্দা 12-10-17
No comments:
Post a Comment