Wednesday, December 6, 2017

পাশে আছ
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

হারিয়ে গেছে জীবন থেকে,
  অনেকটা সময়;
অতল সমুদ্রে কাটছি সাঁতার,
  যদি দেখা পাই।

হাসির ভিতরে বেদনা থাকে,
  তবু হেসে যাই;
ব্যথাভরা আঁখি কেঁদে সারা,
  দেখা নাহি পাই!

এখনো বাকি অনেকটা সময়,
  হাঁটতে হবে একাই;
জানি ফিরবেনা আর কখনো ,
  ভাবনায় পাশে পাই।

@ নন্দা  7-12-17 

No comments:

Post a Comment