নূতন বছর
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আসছে ইংরাজী নূতন বছর-
মাতবে সবাই আলোর রোশনায়ে,
৩১ ডিসেম্বর ফাটবে বাজি,
চারিদিকে কলরব 'হ্যাপি নিউ ইয়ার'-
সত্যিই কি নুতন বছর সকলের জীবনে-
সুখ, আনন্দ, শান্তি নিয়ে আসে ?
নুতন বছরের আগমনে সব কষ্ট কি
জীবন থেকে মুছে ফেলা যায় ?
কি দেয় নুতন বছর ?
জীবনের আয়ু এক বছর কমানো ছাড়া?
তবুও আমরা নবআনন্দে তাকে নিয়ে
বোকার মত সবাই মিলে মাতামাতি করি!
নুতন বছর ফিরিয়ে দেয়না -
যারা হারিয়ে গেছে তাদের,
অনাহারে, অর্ধাহারে যারা রয়েছে
দু'বেলা তাদের মুখে অন্ন তুলে,
নারীর অসম্মান, খুন, রাহাজানি,
নুতন বছরে কি বন্ধ হয়ে যায়?
যে পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছেন-
নুতন বছরে তাদের সন্তান কি-
ফিরিয়ে আনে তাদের বাড়িতে ?
নুতন বছর ঘিরে কিসের এত উন্মাদনা?
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবকে এড়িয়ে-
আকাশের পানে চেয়ে থাকা- নয় কি ?
@ নন্দা 27-12-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আসছে ইংরাজী নূতন বছর-
মাতবে সবাই আলোর রোশনায়ে,
৩১ ডিসেম্বর ফাটবে বাজি,
চারিদিকে কলরব 'হ্যাপি নিউ ইয়ার'-
সত্যিই কি নুতন বছর সকলের জীবনে-
সুখ, আনন্দ, শান্তি নিয়ে আসে ?
নুতন বছরের আগমনে সব কষ্ট কি
জীবন থেকে মুছে ফেলা যায় ?
কি দেয় নুতন বছর ?
জীবনের আয়ু এক বছর কমানো ছাড়া?
তবুও আমরা নবআনন্দে তাকে নিয়ে
বোকার মত সবাই মিলে মাতামাতি করি!
নুতন বছর ফিরিয়ে দেয়না -
যারা হারিয়ে গেছে তাদের,
অনাহারে, অর্ধাহারে যারা রয়েছে
দু'বেলা তাদের মুখে অন্ন তুলে,
নারীর অসম্মান, খুন, রাহাজানি,
নুতন বছরে কি বন্ধ হয়ে যায়?
যে পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছেন-
নুতন বছরে তাদের সন্তান কি-
ফিরিয়ে আনে তাদের বাড়িতে ?
নুতন বছর ঘিরে কিসের এত উন্মাদনা?
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবকে এড়িয়ে-
আকাশের পানে চেয়ে থাকা- নয় কি ?
@ নন্দা 27-12-17