Thursday, December 28, 2017

নূতন বছর
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

আসছে ইংরাজী নূতন বছর-
মাতবে সবাই আলোর রোশনায়ে,
৩১ ডিসেম্বর ফাটবে বাজি,
চারিদিকে কলরব 'হ্যাপি নিউ ইয়ার'-
সত্যিই কি নুতন বছর সকলের জীবনে-
সুখ, আনন্দ, শান্তি নিয়ে আসে ?
নুতন বছরের আগমনে সব কষ্ট কি
জীবন থেকে মুছে ফেলা যায় ?

কি দেয় নুতন বছর ?
জীবনের আয়ু এক বছর কমানো ছাড়া?
তবুও আমরা নবআনন্দে তাকে নিয়ে
বোকার মত সবাই মিলে মাতামাতি করি!
নুতন বছর ফিরিয়ে দেয়না -
যারা হারিয়ে গেছে তাদের,
অনাহারে, অর্ধাহারে যারা রয়েছে
দু'বেলা তাদের মুখে অন্ন তুলে,
নারীর অসম্মান, খুন, রাহাজানি,
নুতন বছরে কি বন্ধ হয়ে যায়?
যে পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছেন-
নুতন বছরে তাদের সন্তান কি-
ফিরিয়ে আনে তাদের বাড়িতে ?

নুতন বছর ঘিরে কিসের এত উন্মাদনা?
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবকে এড়িয়ে-
আকাশের পানে চেয়ে থাকা- নয় কি ?

@ নন্দা  27-12-17

Wednesday, December 27, 2017

ঠুনকো ভালোবাসা
          নন্দা মুখার্জী রায় চৌধুরী

ভালোবাসা -
তুমি এতো ঠুনকো কেন ?
অল্পতেই তুমি ভেঙ্গে যাও !
তুমি রঙ্গীন স্বপ্ন বোনো ,
রং,তুলি বিনা - আঁকো ;
হৃদয়ে নীল প্রজাপ্রতির মত  -
ডানা মেলে উড়ে বেড়াও ;
ভয় হয় কখন পালিয়ে যাও !
ভিজে যাওয়া শাড়িতে তুমি -
আমার শরীরে লেপ্টে থাকো ।
আমি যখন ফুলের মালা গাঁথি ,
তোমার মনের কথাগুলি কেন
আমার হৃদয়ে সঞ্চার করো ?
আয়নার সামনে যখন নিজেকে সাজাই ,
বুকের ভিতর কেন তোলপাড় করো ?

তবুও তুমি কেন এতো ঠুনকো ?
 যখন খুশি উড়ে যেতে পারো !

@নন্দা 

Saturday, December 23, 2017

পারতে হচ্ছে
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

একা রাস্তায় হাঁটতে শিখেছি,
প্রথমে ভেবেছিলাম -
তুমি ছাড়া আমি অসহায়!
খরস্রোতা জীবন নদীর মাঝে-
তোমাকে ছাড়ায় সাঁতার কাটছি।

জীবন কি অদ্ভুত!
পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়!
নিজের অজান্তেই পরিবর্তন আসে জীবনে!
স্মৃতি তবু পিছন ছাড়েনা!
একাকী থাকলেই ঘিরে ধরে।
লোকালয়কে সে এড়িয়ে চলে,
নিজস্ব স্মৃতি জনারণ্য ভয় পায়!

@ নন্দা   23-12-17

Sunday, December 17, 2017

যে কথা বলবো বলে,
গিয়েছিলাম কাছে-
হয়নি বলা সে আর,
মরেছি শুধু লাজে! 

Thursday, December 14, 2017

একলা আমি
    নন্দা মুখার্জী রায় চৌধুরী


জীবনে চলার বাকী পথটুকু একলায় হাঁটবো ,
পাশে নেই কেউ ,
বুকে শুধু ঢেউ ,
হারিয়েছো দরদী বন্ধু আমার !
ফিরবেনা জানি কোনদিন আর !
তোমার স্মৃতি বুকে নিয়ে আবেশে তোমাকেই জড়াই !                @নন্দা

মায়ের আসন শূণ্য আজিকে ,
হলাম মাতৃহারা আজ -
পিতাকে হারিয়েছি চৌত্রিশ বছর ,
ভাঙ্গলো পারিবারিক এজলাস ! (10-12-17)
কল্পকুঞ্জে চলে গেছো মাগো ,
রয়েছো হৃদয় মাঝে ,
সকাল থেকে রাতের আঁধার ,
স্মৃতি বুকে বাজে !
 
         মৃত্যু অবধারিত জেনেও আমরা আরও আরও বেশী বছর বাঁচতে চাই !
সংসার সমুদ্রের এক্পারে জীবন অপরপারে মৃত্যু । কারও সাধ্যি নেই এই মৃত্যুকে রুখে দেওয়ার ! তবুও আমরা প্রিয়জনের বিয়োগ ব্যথায় ব্যকুল হয়ে পড়ি ! মৃত্যু মহাসাম্যসংস্থাপক !

        যতই আমরা বলিনা কেনো -
      "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে-"
কিণ্তু বিধাতা এ আবেদন পূর্ব থেকেই সকলের ক্ষেত্রে না-মঞ্জুর করে রেখেছেন ! সময় সকলের জন্য বাঁধা । । জীবনব্যপী রোগ , শোক , দুঃখ , যন্ত্রনা সহ্য করেও আমরা তিলে তিলে যে জীবনকে গড়ে তুলি তা অমোঘ নিয়মে তাসের ঘরের মত ভেঙ্গে যায় বা ফেলে রেখে চলে যেতে বাধ্য হতে হয় ! আর এখানেই জীবনের চরম ব্যর্থতা ! সকলেই এখানে অসহায় ! অর্থ দিয়ে সবকিছু কেনা গেলেও পদ্মপত্রে নীরের ন্যায় আয়ু- কেনা যায়না ।

           অফুরন্ত কামনা , বাসনা নিয়ে আমরা পৃথিবীতে আসি । সকলকিছু পূরণ হবার আগেই সংসার রঙ্গমঞ্চ থেকে অনেককেই বিদায় নিতে বাধ্য হতে হয় ! আর এখানেই লুকিয়ে থাকে চরম অসহায়তা ! জীবনের সব কলরোল , আনন্দোৎসব , রোগ , শোক , যন্ত্রনার পরিসমাপ্তি --'মৃত্যু'  ! মৃত্যুর পর মৃত ব্যক্তির স্মৃতি ছাড়া আর কিছুই থাকেনা ! প্রিয়জনকে হারানো রক্তবিহীন গভীর ক্ষত ! যা আজীবন শুকাইনা ! 
মাতৃহারা হলাম
         নন্দা মুখার্জী রায় চৌধুরী

হারিয়ে গেলো মা যে আমার,
দূর অজানার গাঁয় ;
কোথায় গেলে পাবো তোমায়,
দেখতে আবার চাই !

ছেলেবেলার কথাগুলি পড়ছে মনে বেশী,
বিশ্ব জানে তোমায় আমি কত ভালবাসি!

হারালাম তোমার শ্রীচরণ,জানি আছে আশীর্বাদের হাত,
তোমার স্মৃতি বুকে নিয়ে কাটে মাগো বিনিদ্র রাত!

ডাকবোনা আর মা বলে নিলে তুমি বিদায় !
চোখের জলে ভাসছি মাগো শূণ্য করলে হৃদয় !

@ নন্দা          12-10-17

Monday, December 11, 2017

মায়ের আসন শূণ্য আজিকে ,
হলাম মাতৃহারা আজ -
পিতাকে হারিয়েছি চৌত্রিশ বছর ,
ভাঙ্গলো পারিবারিক এজলাস ! (10-12-17)

Sunday, December 10, 2017

জীবন্মৃত
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমায় নিয়ে বিরহের কবিতা লিখবো,
কখনোই ভাবিনি !
তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো ,
স্বপ্নেরও অতীত ছিলো !
কিণ্তু দেখো, দিব্যি বেঁচে আছি !
সত্যিই কি আমি বেঁচে আছি ?
একে কি বাঁচা বলে ?
???????????????????????
আমি আঁটকে আছি-সংসার মাঝে ,
বা এখনো যাওয়ার সময় হয়নি !

একেই কি তবে বলে জীবন্মৃত ?
মানুষ এখন মনুষ্যত্বহীন
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

মনের মাঝে জমছে মেঘ ,
হৃদয় শুধু দিচ্ছে মোচড় ,
প্রতিবাদ কি শুধুই কলমে ?
ফিরে যাচ্ছি আদিমযুগে !
পশুর মধ্যেও আছে মায়া ,
মানুষের মাঝে শুধুই ছল !
যৌন ক্ষুদায় মাতাল সব ,
ছাড়ছেনা কেউ বৃদ্ধা, শিশুকে !
ভাব প্রকাশের নেই ভাষা ,
কলম শুধুই যাচ্ছে কেঁদে !
বিবেক হারিয়ে হচ্ছি ন্যুজ !
মসির চেয়ে অর্থ বড় !
অন্যায় তাই যাচ্ছে উড়ে ,
রাস্ট্র চলছে শুধুই ঘুসে !

@ নন্দা 

Wednesday, December 6, 2017

পাশে আছ
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

হারিয়ে গেছে জীবন থেকে,
  অনেকটা সময়;
অতল সমুদ্রে কাটছি সাঁতার,
  যদি দেখা পাই।

হাসির ভিতরে বেদনা থাকে,
  তবু হেসে যাই;
ব্যথাভরা আঁখি কেঁদে সারা,
  দেখা নাহি পাই!

এখনো বাকি অনেকটা সময়,
  হাঁটতে হবে একাই;
জানি ফিরবেনা আর কখনো ,
  ভাবনায় পাশে পাই।

@ নন্দা  7-12-17 

Friday, December 1, 2017

কষ্টগুলি হয় যদি মেঘ,
বুকটা সেথায় আকাশ,
অশ্রু যদি হয় বৃষ্টি, 
মনটা থাকে উদাস! @ নন্দা