Thursday, November 15, 2018

একা আমি
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

যদি মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
আমায় মনে কোর,
আঁধারের মাঝে তাকিয়ে তুমি
আমার পরশ নিও।
চোখ বুজে চুপিচুপি বোলো
তোমার মনের কথা,
নীরবে শুনবো সকলকিছু
দেবোনা আর ব্যথা।
সুখ-দুঃখের স্মৃতিরা সব
রয়েছে ঘরে ছড়িয়ে, 
তাদের সাথেই কাটিও সময়
আমি থাকবো বুকে জড়িয়ে।
তোমার কাছে অনেকেই আছে
আমি যে বড্ড একা।
পরজনমের আশায় থাকবো
হয় যদি আবার দেখা।

#নন্দা 

No comments:

Post a Comment