পথ চেয়ে থাকি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চারিপাশে শুধু হারানোর স্মৃতি,
ভুলে গেছি করতে যোগ,
গুণ ভাগ হিসাবের বাইরে,
করি শুধু আজ বিয়োগ।
ছেলেবেলা সেতো হারিয়েছি কবে, হারিয়েছি বাবা মাকে ,
গড়েছি নূতন সম্পর্ক যত,
হারিয়ে ফেলেছি তাদেরকে।
আপন হয়ে যে এসেছিলো কাছে,
বেসেছিলাম তাকে ভালো,
বিধাতার লিখনে হারালো সে,
আমায় একা ফেলে পালালো।
আমি একা বসে,
স্মৃতির মালা পরে,
সাগরের পাড়ে ঢেউ গুনি,
নক্সীকাঁথা গায়ে জড়িয়ে,
বৃথা পথ চেয়ে থাকি।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চারিপাশে শুধু হারানোর স্মৃতি,
ভুলে গেছি করতে যোগ,
গুণ ভাগ হিসাবের বাইরে,
করি শুধু আজ বিয়োগ।
ছেলেবেলা সেতো হারিয়েছি কবে, হারিয়েছি বাবা মাকে ,
গড়েছি নূতন সম্পর্ক যত,
হারিয়ে ফেলেছি তাদেরকে।
আপন হয়ে যে এসেছিলো কাছে,
বেসেছিলাম তাকে ভালো,
বিধাতার লিখনে হারালো সে,
আমায় একা ফেলে পালালো।
আমি একা বসে,
স্মৃতির মালা পরে,
সাগরের পাড়ে ঢেউ গুনি,
নক্সীকাঁথা গায়ে জড়িয়ে,
বৃথা পথ চেয়ে থাকি।
#নন্দা
No comments:
Post a Comment