Wednesday, November 14, 2018

বহুরুপী
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

রং বদলের চলছে পালা
সবাই রং বদলায়।
দিচ্ছে একে অপরকে ধোঁকা
ভাবছে মনে বোকা।
হাসাতে কেউ পারুক বা না পারুক
কাঁদাতে পায় মজা।
হারিয়ে যাবে কাছের মানুষ সব
চলবে ভালোবাসা খোঁজা।
আজকে যাকে ভালোবেসে
নিচ্ছ কাছে টেনে,
স্বার্থের কারনে ঠেলছো তাকেই
নর্দমা বা ড্রেনে।
মানুষ তুমি বহুরুপী
গিরগিটিও মানে হার,
মুখোশ তোমার খুললে পরে
থাকবেনা কেউ কাছে তোমার।

#নন্দা  ১৫-১১-১৮

No comments:

Post a Comment