প্রথম প্রেম
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকদিন পর তোমায় দেখলাম,
কেমন আছো বল।
ও!আমায় চিনতে পারোনি বুঝি?
আমি হলাম সেই মেয়ে
যাকে তুমি প্রথম প্রেমপত্র লিখেছিলে ।
খুব মার খেয়েছিলে ধরা পড়ে যাওয়ায়।
আমাদের কোএড স্কুল ছিলো,
হেডস্যার সেদিন খুব মেরেছিলেন তোমায়
আমার কিছু করার ছিলোনা
শুধু দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া!
তারপর থেকে স্কুলে আসা বন্ধ করলে,
ভর্তি হলে অন্য স্কুলে।
কয়েক যুগ কেটে গেছে,
আমি কিন্তু আজও ভুলিনি তোমায়।
আমার জীবনের প্রথম প্রেমপত্র-
আজও মনে শিহরণ জাগায়।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকদিন পর তোমায় দেখলাম,
কেমন আছো বল।
ও!আমায় চিনতে পারোনি বুঝি?
আমি হলাম সেই মেয়ে
যাকে তুমি প্রথম প্রেমপত্র লিখেছিলে ।
খুব মার খেয়েছিলে ধরা পড়ে যাওয়ায়।
আমাদের কোএড স্কুল ছিলো,
হেডস্যার সেদিন খুব মেরেছিলেন তোমায়
আমার কিছু করার ছিলোনা
শুধু দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া!
তারপর থেকে স্কুলে আসা বন্ধ করলে,
ভর্তি হলে অন্য স্কুলে।
কয়েক যুগ কেটে গেছে,
আমি কিন্তু আজও ভুলিনি তোমায়।
আমার জীবনের প্রথম প্রেমপত্র-
আজও মনে শিহরণ জাগায়।
#নন্দা
No comments:
Post a Comment