Sunday, November 18, 2018

যে ছবি এঁকেছি মনেমনে,
এতদিন পরে দিলে দেখা,
লুকিয়ে ছিলে সঙ্গোপনে।
সারাটা জীবন পাশেই থেকো,
আমার যন্ত্রণা ধুয়েমুছে দিও,
অকারণ ব্যথা দিওনা আমায়,
ভালোবাসায় আমায় বেঁধে রেখো। 

No comments:

Post a Comment