Saturday, September 30, 2017

প্রার্থনা
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

শিউলি ঝরা সকালবেলা ,
 তোমার হোলো বোধন ,
কাশফুল আর নীলআকাশ বলে ,
তোমার মর্ত্যে আগমন ।

সকালবেলা ঘাসের আগায় -
শিশিরবিন্দু মুক্ত হয়ে ঝরে ,
শিউলির গন্ধে মাতাল ভুবন ,
মর্ত্যে হোলো তোমার আগমন ।

অসুর বিনাশকারী, শান্তিদায়িনী,
অন্তর কর বিকশিত ,
নারী লাঞ্ছনা, নারী বঞ্চনা-
নারীর মধ্যে হও প্রকাশিত ।

সেই চোখ তুমি উপরে ফেলো ,
নারীর প্রতি লোলুপ দৃষ্টি যাদের ,
নারীর ভিতর সেই শক্তি জোগাও ,
নারীই শাস্তি দিক তাদের ।

@নন্দা
26-9-17    

No comments:

Post a Comment