আসছি আমি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বেঁচে আছি থাকবো বেঁচে ,
তুমি ছাড়া সকলের সাথে ,
চলে যাবে বছর বছর ,
পাবোনা দেখতে তোমাকে আর !
চলে যাবো তোমারই কাছে ,
এ বিশ্বাস আমার আছে ,
তোমার খেলা হয়েছে সাঙ্গ ,
অল্প কাজ রয়েছে বাকী ,
একাই আমি করবো শেষ ,
ও-পারেতে অপেক্ষায় থেকো ,
আসছি আমি ------------------
দু'জনে একসাথে থাকবো বেশ !!!
13-9-17 12-25 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বেঁচে আছি থাকবো বেঁচে ,
তুমি ছাড়া সকলের সাথে ,
চলে যাবে বছর বছর ,
পাবোনা দেখতে তোমাকে আর !
চলে যাবো তোমারই কাছে ,
এ বিশ্বাস আমার আছে ,
তোমার খেলা হয়েছে সাঙ্গ ,
অল্প কাজ রয়েছে বাকী ,
একাই আমি করবো শেষ ,
ও-পারেতে অপেক্ষায় থেকো ,
আসছি আমি ------------------
দু'জনে একসাথে থাকবো বেশ !!!
13-9-17 12-25 PM.
No comments:
Post a Comment