Thursday, September 14, 2017

সব মিথ্যে
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

   আমার বুকের স্পন্দন ,
 করে শুধু ক্রন্দন -
  আনন্দে ভাসি বাইরেতে ,
 অন্তর পোড়ে বিরহেতে ।

  পৃথিবীতে যা নয় স্বাভাবিক ,
 মন যেতে চায় সেইদিক -
  জীবনের এপার ওপার ,
 মন ভেঙ্গে তোলপাড় !

  ভালবাসা , মায়ার সংসার !
 গেলে ফিরবেনা আর !
  চারিপাশে শুধু স্মৃতি ,
 হারালো জীবনের সুখগীতি !

# নন্দা   13-9-17     2PM.

No comments:

Post a Comment