সময় দাও
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আবার এলো শিউলিঝরা সকাল ,
শিশিরে ভেজা ঘাস ,
হাওয়ায় দুলছে কাশফুলের মাঠ-প্রান্তর,
দেখে মেটেনা আশ !
প্রতিবছর মায়ের আগমনে ভবে ,
মিলি সকলে আনন্দে ,
মনপ্রাণ দিয়ে পুঁজি তাকে ,
কটাদিন চলি ছন্দে ।
গতবারেও পুজোর সময় ,
তুমি ছিলে সাথে ,
আনন্দ ছিলো ঘরে ,
ঠাকুর দেখেছি একসাথে ।
শিউলি ঝরা এই শরৎকালে ,
এলো হঠাৎ কালবৈশাখী -
ঝড় এসে খবর দিলো ,
চলে গেলে চিরসাথী !
দিয়ে গেলে শুধু স্মৃতিগুলি আমায় ,
আরও দিলে চোখের জল ,
রেখে গেলে ব্যবহৃত জিনিস ,
আঁকড়ে ধরেও পাবোনা কোন ফল !
তোমার আশা সব করবো পূরণ ,
কথা দিলাম তোমায় আজ ,
ছেলে তোমার হবে মানুষ ,
সোনার সংসারে মেয়ে করবে রাজ ।
শুধু ধর্য্য ধরে অপেক্ষা করো ,
সবকিছু পাবে দেখতে ,
আমাকেও পাবে কাছে ,
সময় দাও, অসমাপ্ত কাজ সারতে ।
# নন্দা 11-9-17 9PM,,,,''''
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আবার এলো শিউলিঝরা সকাল ,
শিশিরে ভেজা ঘাস ,
হাওয়ায় দুলছে কাশফুলের মাঠ-প্রান্তর,
দেখে মেটেনা আশ !
প্রতিবছর মায়ের আগমনে ভবে ,
মিলি সকলে আনন্দে ,
মনপ্রাণ দিয়ে পুঁজি তাকে ,
কটাদিন চলি ছন্দে ।
গতবারেও পুজোর সময় ,
তুমি ছিলে সাথে ,
আনন্দ ছিলো ঘরে ,
ঠাকুর দেখেছি একসাথে ।
শিউলি ঝরা এই শরৎকালে ,
এলো হঠাৎ কালবৈশাখী -
ঝড় এসে খবর দিলো ,
চলে গেলে চিরসাথী !
দিয়ে গেলে শুধু স্মৃতিগুলি আমায় ,
আরও দিলে চোখের জল ,
রেখে গেলে ব্যবহৃত জিনিস ,
আঁকড়ে ধরেও পাবোনা কোন ফল !
তোমার আশা সব করবো পূরণ ,
কথা দিলাম তোমায় আজ ,
ছেলে তোমার হবে মানুষ ,
সোনার সংসারে মেয়ে করবে রাজ ।
শুধু ধর্য্য ধরে অপেক্ষা করো ,
সবকিছু পাবে দেখতে ,
আমাকেও পাবে কাছে ,
সময় দাও, অসমাপ্ত কাজ সারতে ।
# নন্দা 11-9-17 9PM,,,,''''
No comments:
Post a Comment