Thursday, September 14, 2017

নীরব স্মৃতি
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমার ভাললাগার ওই জানলাটি -
আজ নীরব এক স্মৃতি !
জানলা দিয়ে আসে বাতাস ,
তোমার নিঃশ্বাসের পাই আভাস ।

এ বাতাস ,এ জানলা -
ওরা সদা প্রাণখোলা ,
পাশাপাশি দু'জনে মুখোমুখি ,
সবকিছুই নীরব স্মৃতি !

ওরা সবাই সেদিন পেয়েছিলো ,
ভালবাসার স্বাদ !
আজ আমারই মত তাদেরও ,
মন বিষাদ !

# নন্দা    14-9-17   

No comments:

Post a Comment