Wednesday, September 27, 2017

আমার দুর্গা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

                          (1)
আমার দুর্গা কাজ করে খায় ,
লোকের বাড়ি বাড়ি ,
কাজের ভুল হলে পরেই -
কপালে জোঠে গালি ।

দুর্গার ঘরে চাল বাড়ন্ত ,
অনাহারে কাটে দিন ,
এভাবেই তাকে বাঁচতে হবে,
আমার দুর্গার চিরদিন !
 
                         (2)
কোটি টাকার দুর্গা --
সোনার শাড়ি পড়া ,
খাবার সামনে অফুরন্ত,  
যায়না কিছুই ধরা ।  

লক্ষ লক্ষ টাকার খেলা ,
আজীবন-আমার দুর্গা ফুটপথে,
চারদিনে কোটি ,কোটি ব্যয় !
সারাজীবন অন্যায়-দুর্গার সাথে !    

@ নন্দা         27-9-17   

No comments:

Post a Comment