Sunday, September 3, 2017

একটি জিজ্ঞাসা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

ব্যথা ভরা মনটি নিয়ে ,
লিখতে চাই এক কবিতা ,
শত ব্যথার ফুলের মালায় ,
গাঁথি আমি সবই তা !

অন্ধকারের মাঝেও খুঁজি ,
একটু আলোর উৎস ,
এগিয়ে যাবো জীবনপথে ,
হোকনা যতই কষ্ট !

বাস্তব বড়ই কঠিন হয় ,
তবুও হয় মানতে ;
জীবন যে এগিয়েই চলে ,
জানেনা সে থামতে ।

টুকরো টুকরো স্মৃতিগুলি সব ,
মালা হয়েই  থাকে সাথে  ,
তার পড়ানো ফুলের মালা ,
ঝরে হলো স্মৃতির মালা !

আর হবেনা জীবনে দেখা ,
স্বপ্নে যদি দেখি ,
জানতে চাইবো একটি কথা ,
কেনো দিলে ফাঁকি ?

# নন্দা  03-09-17     5PM ,,


No comments:

Post a Comment